ইবিতে FutureNation এবং UNDP Bangladesh-এর যৌথ উদ্যোগে ক্যারিয়ার সচেতনতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক সংস্থা FutureNation এবং UNDP Bangladesh-এর যৌথ উদ্যোগে Employability Masterclass ও Scholarship Awarding Ceremony অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে সকাল ১০ টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়।
 
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অফ কমিউনিকেশন আব্দুল কাইয়ুম, ইনএনডিপি বাংলাদেশ ফিউচার নেশন প্রোগ্রামের টেকনোলজি লিড আমিনুর রশীদ। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব, ক্যারিয়ার ক্লাব, রিসার্চ সোসাইটি'র সভাপতিবৃন্দ এবং প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব, রিসার্চ সোসাইটি এবং ক্যারিবিয়ার ক্লাব।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজনেস ক্লাবের অফিস সেক্রেটারি ওয়াসিফুর রহমান, ক্যারিয়ার ক্লাবের প্রোগ্রাম অরগানাইজার বিজিতা আবৃত্তি এবং বিজনেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি জান্নাতুল ফুল।
 
এসময় অতিথি বক্তারা শিক্ষার্থীদের চাকরির যোগ্যতা ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি, ফ্রিল্যান্সিং ও চাকরির সুযোগ তৈরিতে বাস্তব অভিজ্ঞতা প্রদান করেন।
 
এসময় শিক্ষার্থীদের নোটবুক, কলম, সার্টিফিকেট, খাবার প্রদান করা হয় এবং 
FutureNation Scholarship Program-এর মাধ্যমে দক্ষতা উন্নয়নের বিভিন্ন কোর্সে ফ্রি এক্সেস প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য কুইজের আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর