ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৯ এএম

ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালন

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ব্যবসায় প্রশাসন ভবনের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‌্যালি বের করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় ও কেক কেটে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফর্মেশন’।
 
র‍্যালিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ বিভাগের অন্য শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী।
 
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই সাবজেক্ট বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্ব পেয়েছে। এবছরের ট্যুরিজম দিবসের থিমও অনেক গুরুত্বপূর্ণ। দেশে এবং বিদেশে ট্যুরিজমের ওপর কাজ করার পরিধিও বৃদ্ধি পেয়েছে। একসময় ট্যুরিজম সেক্টর অনেক পিছিয়ে ছিল। কারণ প্রশিক্ষিত জনশক্তি ছিল না। আশা করি এ বিভাগের শিক্ষার্থীরা ট্যুরিজম খাতকে অনেকদূর এগিয়ে নিতে ভূমিকা রাখবে। পাশাপাশি ট্যুরিজম খাত উন্নত হলে বাংলাদেশ সাসটেইনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর