সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনের আহ্বান: ডাকসু ভিপির

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৯ পিএম

শারদীয় দুর্গাপূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের অংশ হিসেবে আজ ২৭ সেপ্টেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যান ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র।

পরিদর্শন শেষে হল পূজা কমিটির সভাপতি ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল, হল সংসদের এজিএস দ্বীপজয় সরকার দীপ্ত সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সাহাসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং-এ বক্তব্যে ভিপি সাদিক কায়েম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানাই। পাশাপাশি প্রশাসনকে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। একইসাথে সারাদেশের শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানান তিনি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর