গকসু নির্বাচনে ভিপি ইয়াসিন, জিএস রায়হান
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৬ এএম

দীর্ঘ সাত বছর পর সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন।
নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হন।
সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৯টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলে। পরে রাত সাড়ে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এ সময় জানানো হয়, মোট ৪ হাজার ৭৬১ জন ভোটারের মধ্যে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়েছে। ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৩ জন প্রার্থী।
সহ-সভাপতি পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান ৬৯২ ভোট পেয়ে সামান্য ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মাজেদ সালাফী পান ৬৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে রায়হান খান ১ হাজার ১২১ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অন্তু দেওয়ান পান ৮১০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে সামিউল হাসান শোভন ১ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হন, আর শিফাতুর রহমান শিশির পান ১ হাজার ২৩৯ ভোট।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—কোষাধ্যক্ষ খন্দকার আব্দুর রহিম (১,৪৫০ ভোট), ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ (১,৪৭৭ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মারুফ (২,৩৯৪ ভোট), দপ্তর সম্পাদক শারমিন আক্তার (১,১০৮ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস (১,৮৭৬ ভোট) এবং সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক মো. মনোয়ার হোসেন অন্তর (১,১৪৯ ভোট)।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশে প্রায় ৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।
উল্লেখ্য, দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যক্রম চালু আছে। প্রথম গকসু নির্বাচন হয় ২০১৩ সালে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে, যদিও প্রশাসনিক জটিলতার কারণে সেই সংসদ পূর্ণ মেয়াদে কাজ করতে পারেনি।
আপনার মূল্যবান মতামত দিন: