একাদশে ভর্তির চতুর্থ পর্যায়ের ফল প্রকাশ আজ

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯ এএম

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির ফলাফল আজ বুধবার প্রকাশ করা হবে।

আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে চতুর্থ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আজ রাত ৮টায় প্রকাশ করা হবে।

এর আগে গত ২১ ও ২২ সেপ্টেম্বর দুদিন অনলাইনে আবেদনের সময় পান শিক্ষার্থীরা।

চতুর্থ পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিতদের কলেজে ভর্তি হতে হবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালী কোন ভর্তি করা হবে না।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর