ইবিতে দুই দিনব্যাপী তরুণ লেখকদের লেখা প্রদর্শনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৯ পিএম

ইবিতে  দুই দিনব্যাপী তরুণ লেখকদের লেখা প্রদর্শনী অনুষ্ঠান

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২ দিনব্যাপী 'লেখা প্রদর্শনী অনুষ্ঠান- ২০২৫' এর প্রথম দিন সম্পন্ন হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সারাদিন ব্যাপি চলে এই প্রদর্শনী অনুষ্ঠান।
 
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্য এবং সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এসময় লেখা প্রদর্শনীটি সৃজনশীল লেখালেখির চর্চাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি তরুণ লেখকদের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
 
এসময় সংগঠনটির সভাপতি রুহুল আমিন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সর্বদা সৃজনশীলতা ও চিন্তার বিকাশে কাজ করে আসছে। সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই স্লোগান কে সামনে নিয়ে কাজ করছে। আমাদের এই লেখা প্রদর্শনীর উদ্দেশ্য হলো তরুণদের লেখনীর ভেতরে থাকা সৃজনশীল দিকগুলোকে সামনে নিয়ে আসা এবং পাঠকের কাছে পৌঁছে দেওয়া।
এই প্রদর্শনীতে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিষয়ক ও সমসাময়িক ইস্যু নিয়ে লেখা প্রদর্শিত হয়েছে। লেখার মাধ্যমেই সমাজে ইতিবাচক চিন্তা, সচেতনতা ও পরিবর্তন আনা সম্ভব। এই প্রদর্শনী সেই প্রচেষ্টার প্রতিফলন। আমরা কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহযোগীদের প্রতি, যারা এই উদ্যোগকে সমর্থন করেছেন। ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা করছি।
 
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা পরবর্তী সময় হতে লেখনীর পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর