সাজিদ হত্যা তদন্তে অবহেলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
০৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯ পিএম

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে অবহেলা এবং খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিলম্ব হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে ইবি মিল্লাতিয়ান সোসাইটি'র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
এসময় তাদের হাতে, ‘সাজিদ হত্যার বিচার চাই; সাজিদ হত্যার তদন্ত কতদূর? স্যার আপনার সন্তান হলে কত দেরি করতেন? প্রশাসনের অনেক গুন বিচার রেখে পারছে ঘুম; এর পরের লাশ কি আমি হব? সিআইডির কাছে মামলা যাবে কবে, কিয়ামতের দিনে? বিচার নিয়ে টালবাহানা মানিনা মানবো না’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘২ মাস হয়ে গেছে। প্রশাসন আমাদেরকে সিআইডি পিবিআইকে তদন্তভার দিয়েছে বলে আশ্বস্ত করেছে। কিন্তু আমরা দেখতেছি এখনও নাকি সিআইডি দায়িত্ব পাননি। আমাদের প্রশাসন কী করে? খুনিদের সাথে লিয়াজো করতেছে কিনা সেই প্রশ্ন রেখে গেলাম।’
শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘খুনিদের অতিদ্রুত শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় এই ক্যাম্পাসকে অচল করে দেওয়া হবে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান বলেন, ‘আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কাজ দেখি নাই। এমনকি ২ মাস হয়ে যাওয়ার পরও তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয় নাই । আমরা ধৈর্যের সাথে কর্মসূচি পালন করে যাচ্ছি, কিন্তু যদি অপরাধীকে প্রটেক্ট কারার চেষ্টা করা হয় ; তাহলে ক্যাম্পাসকে অচল করে দেওয়া হবে। আজকে থেকে আমাদের পদযাত্রা শুরু যতদিন পর্যন্ত না সাজিদ আব্দুল্লাহর মৃত্যু সুষ্ঠু তদন্ত ও বিচার না হয়।’
তিনি আরও বলেন, ‘সাজিদ আব্দুল্লাহর মৃত্যু নিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদেরকেও ফাইন্ড-আউট করতে হবে। তারা সাজিদ আব্দুল্লাহকে নিয়ে রাজনীতি করে বড় হোমরা-চোমরা হয়ে যেতে চায়। তারা প্রকৃত অপরাধীদের খুুঁজে পেতে যতটুকু তাগিদ দেয় তার থেকে বেশি এর দিকে আঙুল তোলে ওর দিকে আঙুল তোলে— নিজের ফায়দা হাসিল করার জন্য তারা বেশি গুরুত্ব দিচ্ছে।’
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: