ভোলায় সাবেক ইবি শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
০৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৯ পিএম

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব আমিনুল হক নোমানীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ইবির ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা এই হত্যার দ্রুত বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনেয়উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি জোবায়ের আহমেদ, আল আমিন নোমান, সাধারণ সম্পাদক এস এম শামিম, দপ্তর সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ। এছাড়াও সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, বর্তমানে ইন্টেরিম সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে।ইন্টেরিম সরকার আমাদের দাবির কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা এখনো কোনো ঘটনার সুষ্ঠু বিচার দেখতে পাইনি। এই সরকার অযথা কাজ নিয়ে ব্যস্ত। ছাত্র-জনতা এই সরকারকে রক্তের উপর দিয়ে চেয়ারে বসিয়েছে কিন্তু সরকার সেই রক্তের মূল্য দিতে পারছে না। সরকার বিপ্লবী ছাত্র-জনতার রক্তের সাথে বেইমানি করে যাচ্ছে। যারা ইসলামের কথা, ইসলামি রাজনীতির কথা বলছে তাদের জীবন আজ হুমকির মুখে। উচিৎ কথা বললে লাশ হতে হয়। মানুষ নিজ বাড়িতেও আজ নিরাপদে থাকতে পারছে না। আমরা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম শামীম বলেন, নোমানীকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে ইন্টেরিম সরকারের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। ৫ আগস্টের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বহীনতার পরিচয় দিয়ে যাচ্ছে। দেশের সাধারণ জনগণ, ছাত্রসমাজ, শ্রমিক, সাংবাদিক-সহ সকলে নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা সকল জায়গায় শুধু হত্যাকাণ্ড আর লাশ দেখতে পাচ্ছি। যদি এর সুষ্ঠু বিচার করা না হয় আগামীতে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হবে।
উল্লেখ্য, গত শনিবার (৬ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানীকে রাত ৯ টার দিকে উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নিজ বাড়িতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। তিনি তিনি ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: