সমাজকে সুন্দর করতে দুষ্টের দমন এবং শিষ্টের লালনের দরকার: ইবি ভিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, মনুষ্য সমাজে ধর্ম চর্চার গুরুত্ব অনেক। ব্যক্তি মানুষ এবং সমাজকে সুন্দর করতে হলে দুষ্টের দমন এবং শিষ্টের লালনের দরকার। সকল ধর্মের মধ্যে এই ধর্মীয় বক্তব্যের সাদৃশ্য পাওয়া যায়। সকল ধর্মে মানবতাকে প্রাধান্য দেওয়া হয়েছে; দুষ্টের দমনের কথা বলা হয়েছে; পশুত্বচর্চার বিরোধিতা করা হয়েছে। এই জায়গায় আমরা সবাই এক।
শনিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দুপুর দেড়টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ আয়োজিত ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি এসব কথা বলেন। শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষ্যে এই আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা। এর আগে পূজা অর্চনা, প্রতীমা স্থাপন ও প্রসাদ বিতরণ করা হয়।
ভিসি বলেন, মদিনার সমাজে যারা অমুসলিম ছিলেন, সকলের ধর্মীয় স্বাধীনতাকে রাসুলে পাক (সাঃ) স্বীকার করেছেন, তাদেরকে ধর্মচর্চার সুযোগ দিয়েছেন। সবাইকে গ্রহণ করার মানসিকতা হলো সকল ধর্মের মূল মন্ত্র। সব ধর্মের একটা মূল মন্ত্র আছে, সেটা হলো মানবিকতা। সে আদর্শে আমরা সবাই অনুপ্রাণিত।
ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. দেবাশীষ শর্মা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন।
হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ এবং বিশেষ আলোচক ছিলেন বাংলা বিভাগের প্রফেসর ড. তপন কুমার রায়। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় স্বাগত বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট, জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ, ইসলামী ছাত্রশিবির ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নূর আলম সহ সংগঠনগুলোর নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: