সাদিক-ফরহাদের নেতৃত্বে ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল

নিউজ ডেস্ক প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫ ২২:০৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। যদিও পূর্ণ প্যানেল ঘোষণা এখনও দেওয়া হয়নি, তবে ভিপি ও জিএস পদে কারা নির্বাচন করবেন তা চূড়ান্ত করেছে সংগঠনটি।

ডাকসুর ভিপি পদে লড়বেন সংগঠনটির ঢাবি শাখার সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোঃ আবু সাদিক কায়েম। আর জিএস পদে ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ।

সোমবার (১১ আগস্ট) ছাত্রশিবিরের একাধিক নেতা দ্যা ঢাকা ডায়েরিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবিরের একাধিক সূত্র থেকে জানা যায়, মোট ২৮টি পদের জন্য পূর্ণ প্যানেল ঘোষণা করবে। এর মধ্যে ভিপি পদে সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদের লড়াই নিশ্চিত। ছাত্রীসংস্থার নারী প্রার্থীরা প্যানেলে অংশ নেবেন।

এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান দ্যা ঢাকা ডায়েরিকে জানান, ‘সাদিক এবং ফরহাদ ভাই দুজনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এছাড়া আরও অনেক জনকে প্যানেলে আনার চেষ্টা চলছে। তবে ১৮ জনের সবাই নির্বাচনে থাকবেন না। খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দেওয়া হবে।’

এদিকে, বিগত ১৫ বছর আওয়ামী শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিবিরের নেতাকর্মীদের নির্যাতন করছে সরকার দলীয় বাহিনী। বিগত জুলাই গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাস রাজনীতিতে নতুন প্রাণ পেয়েছে ইসলামী ছাত্রশিবির। যদিও বিভিন্ন সময়ে নানা কারণে আলোচনায় আসলেও এবার তারা হিসাব কষে এগিয়ে চলেছে।

আসছে ছাত্র সংসদ নির্বাচনে কমিটির ১৮ সদস্যের মধ্যে সবাই নির্বাচনে থাকবেন না, তবে প্যানেলে থাকতে পারেন বিভিন্ন এক্টিভিস্ট, ছাত্রীসংস্থার নেত্রী এবং অমুসলিম প্রার্থীরাও। যদিও এ বিষয়ে শিবিরের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচন। ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে আজ।

এ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হবে ১২ থেকে ১৮ অগাস্ট। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ আগস্ট। পরদিন ২০ আগস্ট ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। এরপর ভোটগ্রহণ হবে ঘোষিত দিনে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর