নোবিপ্রবিতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫ ২২:০৮ পিএম

মেহেদী হাসান, নোবিপ্রবি প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মরত ক্যাম্পাস সাংবাদিকরা।
রোববার (১০ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নোবিপ্রবি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ বলেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে। তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা। স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে নৈরাজ্য বাড়বে।
মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন মিয়া বলেন, তুহিনকে সংবাদ প্রকাশের কারণে দুর্বৃত্তরা হত্যা করেছে। অতীত ও বর্তমান দুই সময়েই সাংবাদিকরা হামলা, মামলা ও হত্যার শিকার হচ্ছেন। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, প্রশাসনিকভাবে সুরক্ষা দিতে হবে। একজন সাংবাদিককে হত্যা করা মানে একটি সত্যকে হত্যা করা।
সাংবাদিক সমিতির সভাপতি ইমাম হোসেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। কিন্তু অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই হামলার শিকার হতে হচ্ছে। আইন কাগজে-কলমে থাকলেও বাস্তব প্রয়োগ অনুপস্থিত। একজন সাংবাদিককে হত্যা মানে গণতন্ত্রকে হত্যা করা। আমরা চাই সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানির প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: