ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫ ২৩:০৭ পিএম

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি করেছেন সাজিদের বাবা। কিন্তু লাশ নিয়ে রাজনীতি হোক এমনটা চান না তিনি।
বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জ কক্ষে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড.মো. নাছির উদ্দিন মিঝি।
তিনি আরো বলেন, গতকাল সাজিদের পিতা ক্যাম্পাসে এসে সাংবাদিক, ক্রিয়াশীল সংগঠন ও শিক্ষকদের সাথে দেখা করে বলেছেন যে, সাজিদের মৃত্যু যদি স্বাভাবিক হয়, তাহলে আমাদের এ বিষয়ে কোন কথা নেই। আর যদি তার মৃত্যুটা অন্তর্ঘাতমূলক/ হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।
এছাড়া সাজিদকে নিয়ে কোন অপরাজনীতি যাতে না করা হয়, কোন পক্ষ যেন সুবিধা না নিতে পারে, সন্তানের হত্যার বিচার মুখ্য বিষয় উল্লেখ করে তিনি (বাবা) বলে গেছেন। বাবা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কোন কার্যক্রম স্থগিত হোক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে ব্যাহত হোক সেটা আমি চাই না।
এছাড়াও তিনি বলেন, আমরা আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট সংক্ষুব্ধ। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না।একজন শিক্ষার্থীর মৃত্যু একটা পরিবারকে শেষ করে দিয়েছে। সাজিদের হত্যাকাণ্ড প্রশাসন দুর্বলতা প্রকাশ পেয়েছে।
ড. নাছির উদ্দিন মিঝি মুখ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে বলেন, শিক্ষার্থীরা সাজিদ হত্যার বিচারের পাশাপাশি প্রশাসনের কাছে অনেক দাবি পেশ করতেছে। কিন্তু এটা মনে রাখতে হবে এগুলো চাইতে গিয়ে যেন মূল উদ্দেশ্য হারিয়ে না যায়। কোন অপপ্রচার যেন এখানে স্থান না পায়।তদন্তের ব্যাপারে প্রশাসন যেন শৈথিল্য প্রদর্শন না করে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ইত্যাদি ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৭ জুলাই সন্ধ্যায় শাহ আজিজুর রহমান হলের পাশে পুকুরে সাজিদের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করেন। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাজিদ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা। তিনি আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: