ইবিতে ছাত্রদল নেতাদের প্রয়াত ও অসুস্থ পিতার জন্য দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ১৯:০৬ পিএম

ইবিতে ছাত্রদল নেতাদের প্রয়াত ও অসুস্থ পিতার জন্য দোয়া মোনাজাত

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের পিতার সুস্থতা ও যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম এর সদ্য প্রয়াত পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বাদ যোহর ইবি'র কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে ইবি ছাত্রদল।

 
এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান। 
 
এসময় ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম, কেন্দ্রীয় গ্রন্থাগারিক খন্দকার আব্দুল মজিদ, জাতীয়তাবাদী কর্মকর্তা কর্মচারী ফোরামের সভাপতি আব্দুল মুইদ বাবুল, সাধারণ সম্পাদক চিকিৎসা কেন্দ্রের টেকনিক্যাল অফিসার ইয়ারুল ইসলাম, সহায়ক কর্মচারী ফোরামের সভাপতি আমিরুল ইসলাম।
 
এছাড়াও ছিলেন ইবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আহসান হাবিব, রুকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, রাকিব হাসান সাক্ষর, উল্লাস, রোকনুজ্জামান, রিয়াজ, আসাদ তৌফিক, আলামিন, ইশতেহার, উৎস, রায়হান ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর