ছাত্রলীগ ক্যাডারকে পুলিশে দিল ইবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মে ২০২৫ ২৩:০৫ পিএম

ছাত্রলীগের ক্যাডার সায়মুম খান আটক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক সায়মুম খানকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাকে আটক করে পুলিশকে খবর দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশের একটি টিম এসে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যান।

ছাত্রলীগের ক্যাডার সায়মুম খান হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের একজন জুনিয়র শিক্ষার্থীকে শারীরিক লাঞ্ছিত করাসহ অনেক অভিযোগ রয়েছে।

ইবি থানার এসআই রাকিব বলেন, আমরা সায়মুমের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর