উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে ইবি প্রশাসনকে সরকারের তাগিদ

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘উন্নয়ন (তৃতীয় পর্যায়)-১ম সংশোধিত’ শীর্ষক প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাগিদ দিয়েছে সরকার।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপাচার্যের বাংলোর কনফারেন্স রুমে প্রকল্প বাস্তবায়ন কমিটির ১১তম সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ.কে.এম শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক ড. মোঃ নওয়াব আলী এবং ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক প্রকৌশলী মোশারফ হোসেন।
ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ইউজিসি এবং আইএমইডি-এর প্রতিনিধিরা।
সভায় প্রতিনিধিরা প্রকল্পের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের উপর জোর দেন। বিশেষ করে শিক্ষার্থীদের আবাসন সংকট ও একাডেমিক সুবিধার ঘাটতির কথা বিবেচনায় নিয়ে পাঁচটি ছাত্র হল এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনসমূহের নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে ইউজিসির প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রকল্পের বিভিন্ন সাইট সরেজমিন পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, ৫৩৭ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে গৃহীত এই প্রকল্পের ইতোমধ্যে প্রায় ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: