উৎসাহ-উদ্দীপনায় জেলা কালচারাল অফিসার্স ফোরামের নির্বাচন

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫ ০৫:০৪ এএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ৫:৩৬ এএম

Sorry, Something is Wrong. Please play another video.

বাংলাদেশ শিল্পকলা একাডেমি জেলা কালচারাল অফিসার্স ফোরামের নির্বাচন হৃদ্যতা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তবে এবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকা সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে অনলাইনে  নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। নবনির্বাচিত সভাপতি হিসেবে ফরিদপুর জেলা কালচারাল অফিসার জনাব মো: সাইফুল হাসান মিলন,  সাধারণ সম্পাদক পদে বগুড়া জেলা কালচারাল অফিসার  মো: মাহমুদুল হাসানএবং সাংগঠনিক সম্পাদক পদে আল মামুন বিন সালেহ, জেলা কালচারাল অফিসার, রাজবাড়ী  নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক  জনাব  ফারুকুর রহমান ফয়সাল আনুষ্ঠানিকভাবে নির্বাচন ফলাফল ঘোষণা করেন। ফলাফল সিটে আহবায়ক ছাড়াও অন্য দুই সদস্য মো: সুজন রহমান ও মোঃ আতিকুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মকর্তা কল্যান সমিতির দুজন প্রতিনিধি জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, উপপরিচালক, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ, ও জনাব এস এম শামীম আকতার, সিনিয়র ইন্সট্রাক্টর (সঙ্গীত) ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্ষুদ্র-নৃগোষ্ঠি সেল (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচনের আগে প্রার্থীদের সঙ্গে  রিটার্নিং অফিসার সকল সদস্যদের উদ্দেশ্য অনলাইনে সুষ্ঠু  ও সৌহার্দ্যপূর্ণ নির্বাচন পরিচালন এবং আগ্রহীদের পছন্দের পদে প্রার্থী হবার জন্য আবেদন জানান । নবাগত কমিটিকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন নেতৃত্বের অভিষেকে ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে।

নতুন কমিটিতে অন্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত সদস্যরা হলেন-

সহসভাপতি -  অসিত বরণ দাশ গুপ্ত, সহসভাপতি - এস এম টি কামরান হাসান, সহসভাপতি- – আব্দুল্লাহ্-আল-মামুন, ,যুগ্ম সাধারণ  সম্পাদক - সুজিত কুমার সাহা, যুদ্ম সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান কোষাধ্যক্ষ –ফাইজা হোসেন অন্বেষা, ঢাকা বিভাগীয় - মোছা: শাহেলা খাতুন

খুলনা বিভাগ -  মো: জসিম উদ্দিন, বরিশাল বিভাগ - তানবীর রহমান, রাজশাহী বিভাগ- মোঃ তাইফুর রহমান, ময়মনসিংহ বিভাগ –সাদিয়া বিনতে আফজাল, চিটাগাং বিভাগ - মো: ফয়েজ উল্লাহ, রংপুর বিভাগ-  নুঝাত তাবাসসুম রিমু, সিলেট বিভাগ-  আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী

উল্লেখ্য, জেলা কালচারাল অফিসার্স ফোরাম বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মকর্তা কল্যান সমিতি সংশ্লিষ্ট বিভাগ, দপ্তর ও মন্ত্রণালয়ের   মধ্যে একটি শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত, যা পেশাগত উন্নয়ন এবং সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে আসছে

এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর