প্রাইম এশিয়ায় দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
রাজধানীর বনানী এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামে এক ছাত্র নিহত হয়েছেন।তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।
শনিবার বিকেলে রাজধানীর বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের মধ্যে আছে। নিহত শিক্ষার্থীর লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
এ বিষয়ে বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: