রোমাঞ্চকর ম্যাচের শেষ বলে নোয়াখালীকে হারাল সিলেট
রোমাঞ্চ, উত্তেজনা আর নাটকীয়তা টি-টোয়েন্টি ক্রিকেটের সবটুকু নির্যাস যেন ঢেলে দেয়া হয়েছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ (শনিবার) দিনের দ্বিতীয় ম্যাচে শেষ বলের থ্রিলারে নোয়াখালী এক্সপ্রেসকে ১ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স। মেহেদী হাসান রানার হ্যাটট্রিক ছাপিয়ে অবিশ্বাস্য এক জয় দিয়ে মাঠ ছেড়েছে মেহেদী হাসান মিরাজের দল।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই মহাবিপদে পড়েছিল নোয়াখালী এক্সপ্রেস। দুই ওপেনার মাজ সাদাকাত ও হাবিবুর রহমান সোহান শূন্য রানে বিদায় নেয়ার পর দলীয় ১৬ রানেই ৩ উইকেট হারায় তারা। তবে মাহিদুল ইসলাম অঙ্কনের ৫১ বলে অপরাজিত ৬১ এবং জাকের আলীর ১৭ বলে ২৯ রানের সুবাদে ৭ উইকেটে ১৪৩ রানের লড়াকু পুঁজি পায় নোয়াখালী। সিলেটের হয়ে পেসার খালেদ আহমেদ মাত্র ২৬ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট টাইটান্সও বিপর্যয়ে পড়ে। সাইম আইয়ুব (০), রনি তালুকদার (৯) ও জাকির হাসান (১৩) দ্রুত বিদায় নিলে ৩৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে দলকে টেনে তোলেন পারভেজ হোসেন ইমন। ৪১ বলে ৬০ রানের ঝলমলে এক ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন তিনি। অধিনায়ক মেহেদী মিরাজ তাকে যোগ্য সঙ্গ দিয়ে ইনিংস মেরামত করেন।
ম্যাচ যখন সিলেটের নিয়ন্ত্রণে, ঠিক তখনই ১৮তম ওভারে দৃশ্যপট বদলে দেন নোয়াখালীর পেসার মেহেদী হাসান রানা। ওভারের শেষ তিন বলে মিরাজ, নাসুম ও খালেদকে ফিরিয়ে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন তিনি। ফলে ম্যাচটি হেলে পড়ে নোয়াখালীর দিকে।
শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ১৩ রান। বোলিংয়ে আসা সাব্বির হোসেনের প্রথম দুই বল ডট হওয়ায় গ্যালারিতে স্তব্ধতা নেমে আসে। তবে নাটকীয়ভাবে সাব্বির একটি নো বল দিলে প্রাণ ফিরে পায় সিলেট। ফ্রি হিটে ছক্কা এবং পরের বলে চার মেরে সমীকরণ সহজ করেন ইথান ব্রুকস।
কিন্তু জয়ের জন্য ২ রান বাকি থাকতে ব্রুকস রান আউট হলে ম্যাচ গড়ায় শেষ বলে। শেষ বলে ১ রান প্রয়োজন থাকা অবস্থায় সাব্বির ওয়াইড করলে স্কোর লেভেল হয় এবং পরবর্তী বৈধ বলে ১ রান নিয়ে আসরের প্রথম জয় নিশ্চিত করে সিলেট।

আপনার মূল্যবান মতামত দিন: