শততম টেস্ট খেলতে নেমে যা বললেন মুশফিক

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ১১:১১ এএম

অবশেষে সব প্রতীক্ষার অবসান। ২০ বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেটও প্রথমবার এমন নজিরের সাক্ষী হলো। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ (বুধবার) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে নাজমুল হোসেন শান্ত’র দল। বিসিবি থেকে মুশফিককে বরণের মধ্য দিয়ে ম্যাচের শুরুটা হয়েছে।

বল মাঠে গড়ানোর আগমুহূর্তে দুই দলের ক্রিকেটারদের উপস্থিতিতে বিসিবির শুভেচ্ছা পেয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এই সময় মুশফিকের বাবা-মা, স্ত্রী-সন্তানও সেখানে উপস্থিত ছিলেন। ২০০৫ সালে মুশফিককে অভিষেক পরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন অধিনায়ক হাবিবুল বাশার। শততম টেস্ট উপলক্ষে তাকে দেওয়া হয়েছে বিশেষ ক্যাপ। এবারও মাইলফলক ম্যাচের ক্যাপটি পেলেন বাশারের কাছ থেকে।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বিশেষ উপহার দিয়েছেন মুশফিককে। পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন ফাহিম ক্রেস্ট তুলে দেন তার হাতে। বিশেষ ক্যাপ ছাড়াও হাবিবুল বাশার ও বর্তমান অধিনায়ক শান্ত প্রথম ও শততম টেস্টে মুশফিকের সঙ্গে খেলা সতীর্থদের স্বাক্ষরিত একটি জার্সি উপহার দিয়েছেন।

ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় এই দিনে দাঁড়িয়ে মুশফিক বলেন, ‘এখানে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ, আমার পরিবার, স্ত্রী, সতীর্থরা, বন্ধু ও ভক্তদের। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। আয়ারল্যান্ড দলকেও এখানে থাকার জন্য ধন্যবাদ।’

মুশফিককে অভিনন্দন জানিয়ে আরও লম্বা সময় পাওয়ার প্রত্যাশা অধিনায়ক শান্ত’র, ‘অভিনন্দন! আপনার এবং আপনার পরিবারের জন্য এটি অসাধারণ অর্জন। আপনার সঙ্গে খেলতে সবসময় দারুণ লাগে। আমি আপনাকে অনুসরণ করতে চেয়েছি এবং আপনার কাছ থেকেই অনুপ্রেরণা নিয়েছি। আশা করি আপনি আরও দীর্ঘ সময় খেলবেন। মাঠে আপনার পাগলামি আর কঠোর পরিশ্রমের কথা সবাই বলে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো– আপনি ব্যক্তিগত মাইলফলকের জন্য নয়, দলের জন্য খেলেন। এটি আমাদের সবার জন্যই অনুপ্রেরণাদায়ক, বিশেষ করে যেসব তরুণ টেস্ট ক্রিকেট খেলতে চায়।’

প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা, হাসান মাহমুদ ও নাহিদ রানার পরিবর্তে একাদশে ফিরেছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ। এর আগে সিলেট টেস্টে দাপুটে জয়ের পর বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর