২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। সবশেষ ২০০৩ সালের জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর গত ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জয়ের যে দীর্ঘ খরা চলছিল, শেখ মোরসালিনের একমাত্র গোলে অবশেষে তার অবসান হলো। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নিল বাংলাদেশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দলের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার শেখ মোরসালিন। হামজা চৌধুরী ও সমিত সোমদের দারুণ পারফরম্যান্সের সুবাদে ভারত আর ম্যাচে ফিরতে পারেনি।
ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে আক্রমণে বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। পরের মিনিটেই আসে সেই কাঙ্ক্ষিত সাফল্য। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস দারুণ দক্ষতায় টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম গোল।
গোল হজম করার পর ভারত আক্রমণে ধার বাড়ালেও, তাদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান মিডফিল্ডার হামজা চৌধুরী। ২৭তম মিনিটে ডিফেন্ডার তারিক কাজী চোট নিয়ে মাঠ ছাড়লে কিছুটা উদ্বেগ তৈরি হয়। তবে ৩১তম মিনিটে হামজা নিশ্চিত গোল হজম থেকে দলকে রক্ষা করেন। গোলরক্ষক মিতুল মারমা বারের বাইরে চলে গেলে হামজা হেড দিয়ে বল ক্লিয়ার করেন। ৪৪তম মিনিটে হামজা নিজেই প্রায় দ্বিতীয় গোলটি এনে দিয়েছিলেন কিন্তু তার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এদিকে, খানিকবাদে বল থ্রো নিয়ে দু'দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তপু বর্মণের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষ হাতাহাতির পর্যায়ে পৌঁছালে রেফারি দু'জনকেই হলুদ কার্ড দেখান।
ভারতের বিপক্ষে এই জয়ে বাংলাদেশ ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এএফসি বাছাইপর্বে ‘সি’ গ্রুপে তিন নাম্বারে অবস্থান করছে, সমান ম্যাচ খেলে মাত্র দুই পয়েন্ট নিয়ে ভারত আছে গ্রুপের তলানিতে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: