পাকিস্তানকে পাত্তাই দিলো না ভারত

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনার কমতি থাকে না। তবে সাম্প্রতিক সময়ে মাঠের ক্রিকেটে সেই উত্তেজনার ছিটেফোঁটাও দেখা যায় না। গেল কয়েক বছরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি লড়াইয়ের ফলাফলটাও যেন ঘুরেফিরে একই। এবারের এশিয়া কাপের আগেও দুই দলের মহারণ ঘিরে কম উত্তাপ ছড়ায়নি। সম্প্রতি দেশ দুটির মধ্যকার সংঘাত যেন আরও রসদ জুগিয়েছিল। তবে মাঠের লড়াইয়ে পাকিস্তানকে আরও একবার হতাশ করল ভারত।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ২৫ বল হাতে রেখেই ৭ উইকেটে হারিয়েছে ভারত। টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই সেই লক্ষ্য সহজেই টপকে যায় ভারত। সেই সঙ্গে টানা দুই জয়ে প্রথম দল হিসেবে সুপার ফোরে এক পা দিয়ে রাখল সূর্যকুমার যাদবের দল।
১২৮ রানের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে দারুণ শুরুর আভাস দিয়েছিল ভারত। তবে বেশিদূর এগোতে পারেননি শুভমান গিল। সাইম আইয়ুবের টানা দুই বলে চার মারার স্টাম্পড হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। বিদায়ের আগে ৭ বলে ১০ রান করেন এই ওপেনার। গিলের বিদায়ের পর ঝড় তোলেন আরেক ওপেনার অভিষেক শর্মা। আফ্রিদির প্রথম ওভারে একটি করে চার–ছক্কার পর তার দ্বিতীয় ওভারেই একটি করে চার–ছক্কা মেরেছেন এই বাঁহাতি ওপেনার।
তবে ইনিংসের চতুর্থ ওভারে অভিষেক শর্মাকে ফেরান সাইম আইয়ুব। বড় শট খেলতে গিয়ে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ওপেনার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ৩১ রান। এরপর দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। তবে দলীয় ৯৭ রানের মাথায় সাইয়ুব আইয়ুবের বলে বোল্ড হয়ে ফেরেন তিলক। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩১ বলে ৩১ রান।
এরপর দলের হয়ে বাকি কাজটা শেষ করেন অধিনায়ক সূযকুমার যাদব ও তিলক বার্মা। ১৫ দশমিক ৫ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত। ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন সূর্য। এদিকে পাকিস্তানের হয়ে বল হাতে একমাত্র সাফল্য পেয়েছেন ব্যাট হাতে ব্যর্থ হওয়া সাইম আইয়ুব। একাই তিন উইকেট শিকার করেছেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: