ব্রাজিলের কাছে পাত্তাই পেল না চিলি

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯ এএম

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলিকে উড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। একের পর এক আক্রমণে চিলির রক্ষণভাগের ফুটবলারদের ব্যস্ত সময় পার করায় সেলেসাওরা। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকা ব্রাজিল শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

মারাকানায় বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিসহ সব দিক থেকেই দাপট দেখায় ব্রাজিল। ৬৫ শতাংশ বলের দখল রাখা সেলেসাওরা ২২টি শট নিয়ে ৮টিই রেখেছে লক্ষ্যে। অন্য দিকে ৩৫ শতাংশ বলের দখল রাখা চিলি ৩টি শট নিলেও কোনোটিই লক্ষ্যে ছিল না। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ম্যাচটা কতটা একপাক্ষিক ছিল।

চিলির বিপক্ষে নিজেদের মাঠে ৪ মিনিটেই বল জালে জড়িয়েছিল ব্রাজিল। অফসাইড হওয়ায় সে যাত্রায় বেঁচে যায় চিলি। ৩৮ মিনিটে এস্তেভাওয়ের গোল ব্রাজিলকে শেষমেশ লিড এনে দেয়।

৪৫ মিনিটে চিলির গিয়ের্মো মারিপানকে রেফারি লাল কার্ড দেখালেও ভিএআরের কল্যাণে মাঠ ছাড়তে হয়নি তাকে। হলুদ কার্ডে রক্ষা পান তিনি। এরপর অবশ্য গুরুতর এক ফাউলের জন্য কাসেমিরোকে হলুদ কার্ড দেখতে হয়েছে প্রথমার্ধের একেবারে শেষদিকে।

দ্বিতীয়ার্ধেও চাপ বজায় রাখে ব্রাজিল। ৭২ মিনিটে লুকাস পাকেতা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। লুইজ হেনরিকের নিখুঁত অ্যাসিস্ট থেকে আসা এই গোল কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিশ্চিত করে।

৭৬ মিনিটে ব্রুনো গুইমারেস তৃতীয় গোল করলে ব্রাজিলের আধিপত্য আরও সুদৃঢ় হয়। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর