মুশফিককে সংবর্ধনা দেবে বিসিবি

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫ ২২:০৩ পিএম

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সংস্করণ থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। লম্বা সময় বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়া এই ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করবে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ মিরপুরে তৃতীয় বিভাগ বাছাই লিগের উদ্বোধন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই তথ্য জানান বিসিবি বস। তার কথায়, ‘এটা (মুশফিককে সংবর্ধনা) আমরা পরিকল্পনা করব। এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা। মুশফিক তো সম্ভবত দেশের একজন কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছর আমাদের পথপরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসেছে, তার মধ্যে সে অন্যতম একজন নাবিক, যে বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখিয়েছে।’

তিনি আরো যোগ করেন, ‘আমি মনে করতে পারি, ২০০৫ সালে ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে, পরে ২০০৭ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত... সে যে পথটা দেখিয়েছে, তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় ব্যাপার হবে। ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞচিত্তে তার সব অর্জন স্মরণ করেছি আমরা। বিসিবি থেকে একটা বার্তা দিয়েছি, আমার লেখা ছিল। আমরা চেষ্টা করব, ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কীভাবে তাকে সংবর্ধনা দেওয়া যায়।’

এর আগে ওয়ানডে সংস্করণকে বিদায়ের পরদিন মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নামেন মুশফিকুর রহিম। ওই দিন মিরপুরে তাকে গার্ড অব অনার দেয় তার দল মোহামেডান। ম্যাচশেষে রূপগঞ্জ টাইগার্স ও মোহামেডান কেক কেটে মুশফিককে শুভ কামনা জানায়।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর