অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

নিউজ ডেস্ক প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫ ১১:০৮ এএম

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাত্রী দীর্ঘ দিনের প্রেমিকা আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। ইতোমধ্যে বাগদান সেরেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় জর্জিনা বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি হাতের ওপর হীরার আংটি পরা নিজের বাঁ হাত রাখার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জর্জিনা। ক্যাপশনে লিখেছেন, ‘আমি রাজি। সেটা শুধু এই জীবনে না, আমার সব জন্মেই।’

এই পোস্টের মাধ্যমে জর্জিনা নিশ্চিত করলেন- আংটি উপহার দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আল নাসরের পর্তুগিজ ফরোয়ার্ড। যদিও আগেই নিজেদের বিয়ের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো।

প্রেমিকা জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’তে রোনালদো বলেছিলেন, ‘সঠিক সময়েই আমরা দুজন বিয়ের পর্ব সেরে নেব।’ এবার জর্জিনাকে এক্সক্লুসিভ এনগেজমেন্ট রিং উপহার দিয়ে নিজের দেওয়া কথার দিকে আরো একধাপ এগিয়ে গেলেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।

যদিও তারা কবে বিয়ের পিঁড়িতে বসবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ২০১৬ সালে রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু। স্পেনের একটি শো রুমে প্রথমবারের মতো দেখা হয় তাদের।

সে দেখাতেই দুজন দজনকে ভালোবেসে ফেলেন। যদিও শুরুতে নিজেদের প্রেমের বিষয়টি আড়াল করেছেন তারা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব সামনে আনেন এই জুটি।

২০১৭ সালের নভেম্বরে রোনালদোর প্রথম সন্তানের মা হন জর্জিনা। ২০২২ সালে এই জুটির ঘর আলো করে আসে দ্বিতীয় সন্তান। পাশাপাশি রোনালদোর আগের সন্তানদের দায়িত্বও নেন জর্জিনা। সব মিলিয়ে প্রেমিকা জর্জিনাকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন রোনালদো। এবার বিয়ে করে নিজেদের সম্পর্কের চূড়ান্ত পরিণতি দেওয়ার অপেক্ষায় তারা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর