উরুগুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে ব্রাজিল

মেয়েদের কোপা আমেরিকায় ব্রাজিল সবসময়ই ফেভারিট। নয়টি আসরের মধ্যে আটবারই শিরোপা জিতেছে সেলেসাও মেয়েরা। বুধবার (৩০ জুলাই) দশম আসরের দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ব্রাজিলের মেয়েরা। দাপুটে এই জয় তাদের দুটি বড় অর্জন এনে দিয়েছে। এই জয়ে কোপার ফাইনাল নিশ্চিট করার পাশপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সরাসরি জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা।
ইকুয়েডরের কোচ রদ্রিগো পাস দেলগাদোর অধীনে ব্রাজিলের মেয়েরা প্রতিটি বিভাগেই দারুণ দাপট দেখিয়েছে। প্রথমার্ধেই তারা উরুগুয়ের জালে তিনটি গোল করে বড় ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে উরুগুয়ে একটি গোল করে ব্যবধান কমালেও তাদের শোচনীয় পরিণতি এড়ানো সম্ভব হয়নি। এক লাল কার্ডের পর উরুগুয়ে ১০ জনে পরিণত হয় এবং পরবর্তীতে আরও দুটি গোল হজম করে তারা। ম্যাচে বল পজেশনে ব্রাজিলের ৬৯ শতাংশ দখল ছিল যা ম্যাচে তাদের আধিপত্যের পরিমাণ স্পষ্টভাবে তুলে ধরেছে।
প্রথমার্ধেই ব্রাজিলের মেয়েরা জয়ের পথ তৈরি করে ফেলেছিল। আর্থুর ইলিয়াসের শিষ্যরা উরুগুয়ান মেয়েদের সামলাতে সক্ষম হয়নি। যদিও পঞ্চম মিনিটে প্রথম সুযোগটি ছিল উরুগুয়ের। আকুইনোর ক্রস থেকে ওয়েন্ডি কারবালো শট নিলেও তা ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক ক্লদিয়া। এর পরপরই সেলেসাও কিংবদন্তি মার্তার ক্রস থেকে আমান্দা গুতিয়েরেসের হেডে প্রথম গোল আসে ১১ মিনিটে। এর মিনিট দুয়েক পরেই ব্রাজিলের গিও গারবেলিনি দ্বিতীয় গোল করেন। ২৬ মিনিটে মার্তা পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে কিছুটা হেলেদুলে খেলতে থাকা ব্রাজিলের বিপক্ষে উরুগুয়ে গোল করে ব্যবধান কমায়। তবে কিছুক্ষণ পরেই ইয়ামিলা মারিয়ানা লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় উরুগুয়ে। এ সুযোগ নিয়ে ব্রাজিলের আমান্দা ফ্রি-কিক থেকে ৬৫ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন এবং দলের চতুর্থ গোলটি নিশ্চিত করেন। ৮৬ মিনিটে উরুগুয়ের কফিনে ম্যাচে শেষ পেরেক ঠুকে দেন ব্রাজিলিয়ান দুদিনিয়া। তার শট ঠেকানো ছিল উরুগুয়ের গোলরক্ষক জন্য প্রায় অসম্ভব ফলে স্কোরলাইন ৫–১ পরিণত হয়।
আগের দিন প্রথম সেমিফাইনালে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠে কলম্বিয়া। আগামী শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে ব্রাজিল ও কলম্বিয়ার মেয়েদের মধ্যে শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে। যদিও এই দুটি দল গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচ ১-১ ড্র হয়। তবে বর্তমানে উভয় দলই অপরাজেয় অবস্থায় রয়েছে। ব্রাজিল ৫ ম্যাচে ৪টি জয় এবং ১টি ড্র অর্জন করেছে আর কলম্বিয়া ৩টি ম্যাচ জিতেছে এবং ২টি ম্যাচ ড্র করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: