নিজের ব্যাটিং নিয়ে যা বললেন সাদমান

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:০৪ পিএম

১৮১ বল খেলে ১৬টি চার ও ১টি ছক্কায় সেঞ্চুরির ইনিংস খেলেছেন সাদমান ইসলাম। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আগে ব্যাটিংয়ে নেমে একটু সময় নিয়ে আক্রমণে যেতেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু মঙ্গলবার (২৯ এপ্রিল) বাউন্ডারি মারার দিকে তার বেশি ঝোঁক ছিল।

এ প্রসঙ্গে সাদমান বলেন, ‘অবশ্যই সুযোগ আসলে বাউন্ডারি মারার চেষ্টা করি। তবে কখন কীভাবে খেলতে হয়, এটা মাঠে বল যেরকম আসে, বলের মেরিট অনুযায়ী খেলি। এমন কোনো পরিকল্পনা নিয়ে মাঠে ব্যাটিং করা হয় না।’ অনেক দিন বিরতির পর টেস্ট ম্যাচ খেলেন সাদমান। এতে কোনো সমস্যা হয় কি না?

তিনি বলেন, ‘কিছুদিন তো অনেক টেস্ট ম্যাচ ছিল। বিপিএলও খেলেছি। সামনেও অনেক টেস্ট ম্যাচ আছে। ‘এ’ টিমেরও খেলা আছে। সামনে বিসিএলও আছে। সামনে যে আন্তর্জাতিক সূচি, সেটা আসলে কাভার হয়ে গেছে।’

চট্টগ্রামের দর্শকশূন্য মাঠে সেঞ্চুরি পেয়েছেন সাদমান। তাই খালি মাঠে উদযাপন করতে গিয়ে কোনো আফসোস হয়েছে কি না? দ্বিতীয় দিনের খেলা শেষে সাদমান জানান, ‘এমন কোনো আক্ষেপ নেই। দলের জন্য যতটুকু পারছি, খেলছি। এতে কোনো আক্ষেপ নেই। দর্শকরা অনেকে মাঠে এসে খেলা দেখেন, অনেকে টেলিভিশনে দেখেন। যারা দেখছেন, তাদের ধন্যবাদ জানাই।’

এদিকে, দীর্ঘদিন পর শত রানের ওপেনিং জুটি হয়েছে। এনামুল হক বিজয় ও সাদমান মিলে ১১৮ রানের জুটি গড়েন। টেস্ট ক্রিকেটে ৩২ ইনিংস পর আসা এই জুটি গড়তে গিয়ে ব্যাটিংয়ে বাড়তি কোনো পরিবর্তন আনেননি তারা।

সাদমান জানান, ‘তেমন কোনো কিছু পরিবর্তন করি নেই। আমরা আমাদের পরিকল্পনায় ছিলাম। অনেক দিন হয়তো ছিল না। তবে সামনে যে রকম পরিকল্পনায় আমরা ব্যাটিং করছি, আমরা ভালো দিকে যাব ইনশাআল্লাহ।’ সাদমানকে ব্যাটিংয়ে সাবলীল দেখালেও কিছুটা সংগ্রাম করতে দেখা যায় বিজয়কে।

তবে সাদমান বলেন, ‘ওপেনিং জুটি আমাদের ভালোর দিকে ছিল। আমার কাছে মনে হয়নি যে, বিজয় ভাই সংগ্রাম করছে। প্রথম থেকেই খুব সুন্দর ব্যাটিং করছিলেন। বল ব্যাটে ভালোভাবে কানেক্ট হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আউট হয়ে যান।’

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর