ভালো করার রহস্য জানালেন তাইজুল

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট পাওয়ার পর তাইজুলকে ফেসবুকে অভিনন্দন জানান তামিম ইকবাল। তাইজুলকে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার বলেও অভিহিত করেন সাবেক এই অধিনায়ক। এ নিয়ে ম্যাচশেষে প্রশ্ন করা হয়, আপনি নিজেকে আন্ডাররেটেড মনে করেন কি না? তাইজুল উত্তর দেন, ‘হ্যাঁ, আমার কাছে মনে হয়।’ কেন মনে হয়? জবাবে তাইজুল বলেন, ‘এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন।’
সিলেট টেস্ট ভালো করতে পারেননি। তাকে ঘিরে সমালোচনা হয়। এই তাইজুলের হাত ধরেই চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নেয় বাংলাদেশ। ৫ উইকেট শিকার করেন এই অভিজ্ঞ স্পিনার। তাইজুল বলেন, ‘কামব্যাক করেছি, এটা ভালো লাগার বিষয়। তার চেয়ে বড় বিষয় হলো আমি টিমকে হেলপ করতে পেরেছি।’
তিনি আরো বলেন, ‘একজন খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ জিনিস হলো- ডিসিপ্লিন। আমার রুটিন যেটা, সেটিই করার চেষ্টা করি। রেজাল্ট কোনো সময় আসবে বা কোনো সময় আসবে না। যখন ডিসিপ্লিন থাকবে, সেটি ক্যারিয়ারের জন্য হেল্প হয়।’ সিলেটের চেয়ে চট্টগ্রামে উইকেট ভিন্ন বলে মনে করেন তাইজুল।
এই স্পিনার বলেন, ‘এখানকার উইকেট আর সিলেটের উইকেটের মধ্যে পার্থক্য আছে। আমাদের পরিকল্পনা ছিল বাড়তি কিছু না করে আমরা ডিসিপ্লিন অনুযায়ী যেন তাদের রানটা আটকে রাখতে পারি।’
সমালোচনা প্রসঙ্গে তাইজুলের জবাব- ‘আমার কাছে মনে হয়, এতগুলো টেস্ট খেলার পর যে কয়টা উইকেট হয়েছে, একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে, আমার মনে হয় না তারা খেলা বুঝে।’ গতকাল স্পিনার নাঈম দুটি উইকেট শিকার করে দলকে দারুণ ব্রেক থ্রু এনে দেন।
নাঈমের প্রশংসা করে তাইজুল বলেন, ‘একজন খেলোয়াড় যখন অনেক পরপর ম্যাচ খেলে, তার জন্য পারফর্ম করাটা কঠিন। এ জায়গা থেকে বলব যে, নাঈম টিমকে অনেক বড় হেলপ করেছে। খুবই ভালো একটা সময় দুটি ব্রেক থ্রু দিয়েছে।’
আপনার মূল্যবান মতামত দিন: