চট্টগ্রাম টেস্ট : ব্যাটিংয়ে মূল ফোকাস বাংলাদেশের
সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাজে হারের পর চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর আগে নিজেদের মতো করে প্রস্তুত হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিলেটের ভুল শুধরে মাঠে নামার অপেক্ষায় থাকা বাংলাদেশের চাওয়া জয়। তবে এই ম্যাচের আগে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে আসছে প্রশ্ন। শনিবার সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া জাকের আলী অনিক জানান দলের ভেতরে ব্যাটিং নিয়ে নিয়মিতই ক
গতকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জাকের আলী অনিক। সেখানেই দলের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলেন। তার কথায়, ‘যেহেতু প্রথম টেস্টটা আমাদের পক্ষে যায়নি, তবে আমরা আমাদের প্রক্রিয়ার মধ্যেই আছি। আমাদের মধ্যে আলোচনা হয়েছে। অবশ্য ব্যাটিং ফোকাস থাকবে, কারণ ব্যাটিং খারাপ হওয়ার কারণেই সংগ্রাম করি, কাজেই এখানেই মূল ফোকাস।’ ব্যাটিং ব্যর্থতার জেরে জিম্বাবুয়ের কাছে ম্যাচ হারাকে কোনো দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ জাকের।
বরং, জিম্বাবুয়ের বিপক্ষে হারকে স্বাভাবিকভাবে নিয়ে সামনে এগোনোর পক্ষে জাকের। তিনি বলেন, ‘যে কারো কাছেই হারা যায়। তবে আমার মনে হয়, প্রক্রিয়াটা ঠিক থাকা উচিত সবার সঙ্গে।’ এ ছাড়া তিনি জানান, দলের মধ্যে এখন আলোচনা শুধুই ব্যাটিং ব্যর্থতা নিয়ে। এ নিয়ে জাকের বলেন, ‘ব্যাটিং নিয়েই আমি বলছি। ব্যাটিং আমাদের ভালো হয়নি, এই কারণেই ভুগেছি। শট সিলেকশন কীভাবে আরো ভালো করা যায়, এসব নিয়ে আলাপ হয়েছে। সব সময় তো বোলাররা জেতাবে না, বেশির ভাগ সময় বোলাররাই (টেস্ট) জেতায়। আমরা চাইব, এই ম্যাচে যেন আমাদের ব্যাটাররা সেরা পারফরম্যান্সটা দিতে পারে, সহজেই জিততে পারি।’
আপনার মূল্যবান মতামত দিন: