বিজয়ের সেঞ্চুরির ফিফটি

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫ ২১:০৪ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালে এনামুল হক বিজয়ের একটি চিরকুট বেশ ভাইরাল হয়েছিল। সেখানে লেখা ছিল ‘২০২৫-এর বছর শেষ হওয়ার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা’। নিজেকে দেওয়া সেই কথা রেখে প্রথম বাংলাদেশি হিসেবে পেশাদার ক্রিকেটে ৫০ সেঞ্চুরি করেছেন তিনি।

রোববার (২০ এপ্রিল) লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারানোর ম্যাচে তার ব্যাটে আসে ১১০ রানের অপরাজিত ইনিংস। দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি পূরণ করেছেন নিজের ৫০তম সেঞ্চুরি। এটা লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ২৩তম সেঞ্চুরি। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪ ও টি-টোয়েন্টিতে তার আছে ৩ সেঞ্চুরি।

বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ সেঞ্চুরির মালিক অভিজ্ঞ ক্রিকেটার নাঈম ইসলাম। তিন নম্বরে থাকা তামিম ইকবালের সেঞ্চুরি সংখ্যা ৪৫ টি। চার নম্বরে থাকা ইমরুল কায়েস ৩৪ ও পাঁচ নম্বরে থাকা মমিনুল হক করেছেন ৩৩ সেঞ্চুরি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর