ছাত্রদলসহ কয়েকটি সংগঠন আচরণবিধি লঙ্ঘন করেছে: সাদিক কায়েম

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯ এএম

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক কায়েম।

তিনি বলেন, ১০০ গজের ভেতরে স্লিপ ও লিফলেট বিতরণে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ছাত্রদলসহ অনেক সংগঠনের প্রার্থী সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে স্লিপ ও লিফলেট বিতরণ করছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভূতত্ত্ব ভোট কেন্দ্র পরিদর্শন গিয়ে তিনি এসব অভিযোগ করেন।

সাদিকে বলেন, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ জোটের প্রার্থীদের ওপর আস্থা রাখছে। সেটা তারা ঘোষণা দিচ্ছেন। একই সঙ্গে দেখা যাচ্ছে সব প্রার্থীদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা বলতে চাই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয় হতে যাচ্ছে। জুলাই শহীদের যে আকাঙ্খা সেই আকাঙ্খার একটি বিশ্বিবদ্যালয় পেতে যাচ্ছি। সে জায়গা থেকে সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য বলছি।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে আরো বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। সকাল থেকে বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘন করতে দেখতে পাচ্ছি। ১০০ মিটারের মধ্যে কোনো রকম স্লিপ বিতরণ করা যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলসহ আরও কিছু সংগঠন সেই নিয়ম মানছে না। তারা ১০০ মিটারের মধ্যে স্লিপ দিচ্ছে। এবং ভেতরেও প্রবেশ করছে। এখানে দায়িত্বশীল আচরণ করার দরকার এবং নির্বাচন কমিশনকে আরো কঠোর হওয়া দরকার।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনুরোধ করবো আপনারা ভোট দিতে আসেন। আমরা চাই শতভাগ শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসুক। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক। সেক্ষেত্রে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ জোটের ওপর আস্থা রাখবে। আমাদের ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ।

সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি ছাত্র সংগঠনকে যেন বাড়তি সুবিধা দেয়া না হয়। সবাই যাতে সমান অধিকার পায় নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর