ছাত্রলীগের ৩ ক্যাডারকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

প্রকাশিত: ২১ মার্চ ২০২৫ ২৩:০৩ পিএম

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মিছিল করতে গেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ ক্যাডারকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল। আটককৃতরা হলেন- রাজু (৩০), লাবনী (৩৫) এবং সিরাজুল (৪৫)।

শুক্রবার সন্ধ্যায় লালমাটিয়ার ২৭ নম্বর সড়কে মিছিলে ধাওয়া দিয়ে ছাত্রলীগ ওই ৩ ক্যাডারকে আটক করেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল আহ্বায়ক সদস্য মীর মোহাম্মদ খোকন, ঢাকা মহানগর উত্তরের ছাত্রদল নেতা মাইনুদ্দিন মাহিম ও মকবুল কলেজ ছাত্রদলের নেতা মেহেদী হাসান সাগর।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এস আই শাহাদাত জানান, ছাত্রলীগের মিছিল থেকে ওই ৩ ক্যাডারকে ছাত্রদল আটক করে পুলিশকে খবর দেয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই ৩ ক্যাডারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর