জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের ‘জামাই-আদরে’ রাখবে: কৃষ্ণ নন্দী

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, ‘হিন্দুদের বলা হয়- জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না; কিন্তু আমি বলতে চাই, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের এ দেশে ‘জামাই আদরে’ রাখবে। একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষ্ণ নন্দী বলেন, জামায়াত টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে গরু, ছাগল বিক্রি হয়। একটি দল বস্তার মুখ খুলে দিয়েছে। আপনারা টাকায় ভোট বিক্রি করবেন না।

এক‌টি দল‌কে উদ্দেশ ক‌রে তি‌নি ব‌লেন, তারা চাঁদাবাজির টাকা দি‌য়ে বস্তার মুখ খু‌লে দি‌য়ে‌ছেন ভোট কেনার জন্য। জামায়াত কখনো বিকাশে টাকা দি‌চ্ছে না ভোট কেনার জন্য। আপনারা হাটে বাজা‌রে গরু ছাগল কেনার ম‌তো ভোট কি‌নে বেড়া‌চ্ছেন।

এ সময় জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর শাখা আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সারা দুনিয়ায় শিল্প এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে যাচ্ছি। খুলনায় ৫৪ বছরে শিল্প মুখ থুবড়ে পড়েছে। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে নতুন করে বন্ধ হয়ে যাওয়া শিল্প চালু করা হবে, যুবক ও নারীদের কর্মসংস্থান করা হবে। মামা খালু না দেখে ন্যায় ও সঠিক পন্থায় এই কর্মসংস্থান করা হবে বলে জানান তিনি।

তিনি নারীদের উদ্দেশে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যদি সুযোগ পাই তাহলে নারীদের ইজ্জত রক্ষা করব সম্মানের সঙ্গে ঘরে বাইরে বসবাসের সুযোগ করে দিব। পাঁচ বছর পর একজন সংসদ সদস্যের সম্পদের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা জনগণের সম্পদের দিকে নজর দিবেন না। আপনারা সম্পদ লুট করে বেগম পাড়া ও সিঙ্গাপুর বানাবেন না।

বক্তব্য শেষে খুলনার ৬ আসবের ১১ দলের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন তিনি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর