আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির লেজ নয়, কান ধরে টান দেবো: জামায়াতের আমির

নিউজ ডেস্ক প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১২:৪০ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির লেজ নয়, কান ধরে টান দেবো। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা নিরাপদ দেশ দিয়ে যেতে চাই। আমাদের এই প্রচেষ্টায় আমরা দেশের আপামর জনগণকে পাশে চাই। আমরা জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় প্রত্যাশা করি।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, ২৪ এর অভ্যুত্থানের একক কোনো মাস্টারমাইন্ড নেই। এ দেশের মুক্তিকামী জনগণই হচ্ছেন মাস্টারমাইন্ড।

তিনি বলেন, ২৪ এর অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম সফলতার মুখ দেখেছে। সামনের দিনগুলোতে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা জাতিকে পথ দেখাবে। আমরা সেনাবাহিনীকে সবার প্রিয় হিসেবে দেখতে চাই। দেশের বাইরে এবং ভেতরে তাদের কর্মকাণ্ড যেন প্রশংসা কুড়ায় সেটিই জামায়াতের প্রত্যাশা।

ডা. শফিকুর রহমান বলেন, প্রতিটি ভোটার নিজের নাগরিক অধিকার পূরণ করতে পারলেই কেবল আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হিসেবে প্রমাণিত হবে৷ এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলেও আমরা নির্বাচন কমিশন এবং সরকারের ওপর আস্থা রাখতে চাই।

তিনি বলেন, বিগত দিনের মতো আর কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। মেনে নেবো না। যদি জনগণ সচেতন থাকে, তবে কেউ নির্বাচন ইঞ্জিনিয়ারিং- এর সাহসও করবে না। আমরা জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় প্রত্যাশা করি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর