আমরা চাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন : ব্যারিস্টার খোকন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী- ১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাউকে কারচুপি করতে দেওয়া হবে না। আর কেউ যদি সেটি করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
শুক্রবার সন্ধ্যায় সোনাইমুড়ীর নদোনা ইউনিয়নের দেবকালা সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার সন্ধ্যায় নদোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার খোকন আরো বলেন, বিএনপি শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল, আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনে কোন চালাকি, জালিয়াতি, ষড়যন্ত্র ও চক্রান্ত চলবে না। অনেক শিক্ষক আছেন জামায়াতে ইসলামী সমর্থন করেন, তারা প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব নিতে চান। কিন্তু কোনো দলীয় লোককে এসব পদে দায়িত্ব দেওয়া যাবে না। কোনো শিক্ষক দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো দলের পক্ষে কাজ করেন, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শহীদ উল্লার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, সোনাইমুড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব ওমর শরীফ সোহাগ, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবু জাহের আলম সুমন প্রমুখ।
এ সময় উপস্থিত অন্যদের মাঝে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক অ্যাড. আবু হানিফ, চাটখিল পৌর বিএনপির আহবায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ (ভিপি), বিএনপি নেতা দেওয়ান সামছুল আরেফীন শামীমসহ আরো অনেকে।

আপনার মূল্যবান মতামত দিন: