চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগী নিয়ে নুরুল ইসলাম বুলবুলের ম্যারাথন দৌড়
আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ৮:৫৩ পিএম
প্রায় দশ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে ঐতিহাসিক ভিক্টরি রান উইথ বুলবুল ফর চাঁপাইনবাবগঞ্জ-২০২৫ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের উদ্যোগে প্রথমবারের মতো এ ম্যারাথনের আয়োজন করা হয়। এতে অনলাইনে প্রায় ৬ হাজার ব্যক্তি রেজিস্ট্রেশন করেন এবং রেজিস্ট্রেশনবিহীন আরও প্রায় ৪ হাজার দৌড় প্রতিযোগী অংশ নেন। পাশাপাশি ৩০ জন পেশাদার ম্যারাথন দৌড়বিদ অংশগ্রহণ করে প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তোলেন।
ম্যারাথনটি চাঁপাইনবাবগঞ্জ শহরের দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল থেকে শুরু হয়ে শান্তির মোড়, জেলা আদর্শ স্কুল, ব্রিজ চত্বর, ফিল্টার হাট মাংসপট্টি, চকলামপুর স্কুল, রামচন্দ্রপুর হাট ফুলতলা, চামার মোড়, গোলাফের হাট, ইংলিশ মোড়, মোল্লান মোড়, ছালকাঠি মোড়, বাগডাঙ্গা হাট, হায়াত মোড়, চাঁটাইডুবি মোড় ও নাদার তোল হয়ে প্রায় ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে দিয়াড় অঞ্চলের দেবিনগর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদরা বলেন, সুস্থ থাকতে নিয়মিত ব্যায়ামের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মোবাইল ফোন, অবাধ ইন্টারনেট, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজক কমিটির অন্যতম সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আবু বক্কর বলেন, আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল রান, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। তরুণদের মানসিক ও শারীরিক সুস্থতাকে প্রাধান্য দেওয়া এবং ম্যারাথনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে বিশ্বপরিচিত করা ছিল আমাদের লক্ষ্য।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল বলেন, তরুণরাই আমাদের শক্তি। তরুণদের সঙ্গে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও তারুণ্যের চাঁপাইনবাবগঞ্জ গড়তে চাই। তাই তরুণদের মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। তরুণদের উৎসাহিত করতেই আজকের এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে তরুণরা আমাদের আয়োজনে সাড়া দিয়েছেন এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, জামায়াতের জেলা আমির মাওলানা আবু জার গিফারী, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা নায়েবে আমির মুখলেসুর রহমান, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীম, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী এবং চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজসহ অন্যান্যরা।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: