বৈষম্য বিরোধের আড়ালে যেন আরেক বৈষম্য সৃষ্টি না হয়: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বৈষম্য বিরোধের আড়ালে যেন আরেক বৈষম্য সৃষ্টি না হয়, সেদিকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যিনি ভোট দেবেন, প্রার্থীকে না চিনলে ভোট দেবেন কিভাবে? দেশের মানুষ দল, ব্যক্তি, মার্কা দেখেইতো ভোট দেবে। এখন শুধু একদফা এক দাবি যথাসময়ে নির্বাচন। পুরো দেশে নির্বাচনের রব উঠলে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ খুঁজে বেড়াবে বলেও জানান তিনি।
জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে অন্যের ঘুঁটি না হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার জন্য এনসিপির প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থাকলেও আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার কোনো ভুল হয় নাই। আগামী দিনের গণতন্ত্র রক্ষায়ও তার কোনো ভুল হবে না।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপি নেতা মাহবুব আলম মামুন, সিরাজুল ইসলাম, ইশা খান, জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লা।
আপনার মূল্যবান মতামত দিন: