বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের শোক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা।
আজ,সোমবার ২১ জুলাই, এক শোকবার্তায় তিনি বলেন, দুর্ঘটনায় কলেজের পাইলট, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের ব্যাপক হতাহতের ঘটনা বেদনাদায়ক।
দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করে আহতদের নিরাময়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান তিনি।
সেইসাথে সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ, আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার আহ্বান জানান তিনি।
তিনি বলেন,আল্লাহ তা'য়ালা নিহতদের ওপর রহম করুন, ক্ষমা করুন ও তাদের প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচু মাকাম দান করুন। আহতদের আল্লাহ তায়ালা দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে তাঁর অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।
নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তা'য়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। আহতদের ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আকস্মিক এ দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: