পাইকগাছায় বিএনপি ১২ নেতার নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ মে ২০২৫ ২০:০৫ পিএম

বিএনপি ১২ নেতার নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন,

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা বিএনপি নেতা-কর্মীর নামে আওয়ামীলীগে চিহ্নিত সন্ত্রাসী সত্যজিৎকে দিয়ে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ থেকে গাজী মিজানুর রহমান মন্টুর বাড়ী পর্যন্ত প্রায় ১ কিঃ মিঃ জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে হাজার হাজার নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শেষে কপোতাক্ষ মার্কেট সম্মুখে চৌরাস্তায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের সাবেক উপজেলা আহবায়ক জিএম মিজানুর রহমান মিজান। মোঃ ইউনুছ মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা বিএনপির সদস্য সচীব এস এম ইমদাদুল হক, উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, শেখ ইমাদুল ইসলাম, সাংবাদিক আব্দুল গফুর, সাজ্জাদ হোসেন মানিক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, জজ্ঞেস্বর সানা কার্তিক, জিএম শুকুরুজ্জামান, শিবপদ মন্ডল, বিল্লাল হোসেন, রেজাউল ইসলাম ও মাষ্টার জয়দোব কুমার রায়। বক্তারা বলেন, অবিলম্বে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসলাম পারভেজ, উপজেলা যুবদলের সদস্যসচীব ইমরান সরদারসহ ১২ জন বিএনপি নেতা কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

একই সাথে বিএনপির যে নেতারা আওয়ামিলীগের চিহ্নিত অস্ত্রধারীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে গ্রুপিং এর কারণে মামলা করিয়েছেন তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর