চাইনিজ লিডারদের কাছে তিনি খুবই পরিচিত মুখ
চীনের হাইনানে প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার রাতে বলেন, ‘ড. ইউনূস হাইনান প্রাদেশিক সরকারের অ্যাডভাইজার ছিলেন। আমরা এটা জানিওনা। চায়নার প্রভেনশিয়াল গভর্নমেন্ট সিস্টেমে ওরা অনেক শক্তিশালী। এই গভর্নমেন্টের উনি অ্যাডভাইজার ছিলেন অনেক আগে।’
দক্ষিণ চীন সাগর তীরে অবস্থিত হাইনান প্রদেশের পর্যটন শহর বোয়াও-তে চলছে চার দিনব্যাপী দ্য বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫। সম্মেলনের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বিশ্বজুড়ে সুপরিচিত হলেও চীনের হাইনান প্রদেশের মানুষের কাছে তিনি যেন আরো বেশি পরিচিত। কারণ দক্ষিণ চীন সাগর ঘেরা এই প্রদেশের প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি।
প্রেস সচিব বলেন, ‘প্রফেসর ইউনূসকে (হাইনান প্রদেশে) সবাই চেনে। উনি এখানে শুধু আজকে আসছেন এমন না। উনার গ্রামীণ ব্যাংকের মডেল এখানে রেপ্লিকেটেড হয়েছে, উনার সোস্যাল বিজনেস এখানে রেপ্লিকেটেড হয়েছে। উনি যে বলেন, থ্রি জিরো ক্লাব, চায়নার অনেকগুলো ইউনিভার্সিটিতে এই থ্রি জিরো ক্লাব আছে। উনার থ্রি জিরোর উপরে লেখা বই ও ব্যাংকার টু দ্য পুওর- এটা চাইনিজ ভাষায় অনুদিত হয়েছে এবং এখানে প্রচুর বিক্রি হয়েছে। এই জায়গায় চাইনিজ লিডারদের কাছে তিনি খুবই পরিচিত মুখ। উনার যে পরিচিতি এটা অকল্পনীয়।’
ড. ইউনূস হাইনান প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়েছেন বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম।
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: