জুলাই শহিদদের বাড়ি নির্মাণ শেষ করবে নির্বাচিত সরকার: আদিলুর রহমান
নির্বাচিত সরকার এসে জুলাই আন্দোলনে শহিদ ও গুরুতর আহতদের পরিবারের জন্যে বাড়ি নির্মাণ কাজ শেষ করবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরে জুলাই আন্দোলনে নিহত শহিদ পরিবারের সঙ্গে মতবিনিময় শেষে তিন সাংবাদিকদের এ কথা জানান।
গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, ইতোমধ্যে গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে কাজটি করার জন্যে একনেকে পাসও হয়েছে। আগামী ২০২৯ সালের শেষের দিকে কাজ শেষ করে এসব পরিবারের মাঝে বুঝিয়ে দেয়া হবে।
এর আগে উপদেষ্টা শহিদ মামুনসহ বিভিন্ন কবর জিয়ারত, জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা ও শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পরে তিনি জেলা শিল্পকলা পরিদর্শন, নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদী, মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: