জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালরা: ড. ইউনূস

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫ ১১:১২ এএম
আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১২:২২ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালরা। তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রমশক্তি রপ্তানি খাতকে দালাল মুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না।

তিনি বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব, আমাদের রয়েছে তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নেই।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর