ভোটের আচরণবিধি নিশ্চিতে আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ১০:১২ এএম

ফাইল ফটো

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মাঠে নামছেন। ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ দিনই নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মোহাম্মদ মনির হোসেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠে নামার বিষয়ে চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠান।

এতে বলা হয়, নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইনের আওতায় আচরণবিধি প্রতিপালনে প্রতি উপজেলা-থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

চিঠিতে আরও বলা হয়, এ জন্য আচরণবিধি প্রতিপালনে প্রতি উপজেলা-থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর