রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

নিউজ ডেস্ক প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ২২:১১ পিএম

রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে মহাখালীর বটতলা এলাকার দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে হঠাৎ বৈশাখী পরিবহনের চলন্ত একটি বাসে আগুন দেখা যায়। ওই সময় দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ১৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এর আগে গত বুধবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর রামপুরার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের কাছাকাছি এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এছাড়াও ওইদিন রাজধানীর পল্লবী থানার পাশে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানার পাশে ৩টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর