ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প
আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১১:২৫ এএম
রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ৫ দশমিক ৭ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী। তবে তাৎক্ষণিকভাব কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে তথ্য জানা যায়নি।
এ সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে বাসা-বাড়ি থেকে তাড়াহুড়ো করে রাস্তায় বের হয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল।
ঢাকার তালতলার সরকারি কলোনি এলাকায় বসবাসরত লাইলি বেগম জানান, ভূমিকম্প হওয়ার বিষয়টি বুঝতে পারার পরই দুই ছেলে ও পাঁচ মাস বয়সী ছোট্ট মেয়েকে নিয়ে ভবনের নিচে খোলা জায়গায় নেমে আসেন তিনি। এ সময় সেখানে আশপাশের ভবনে বসবাসরত অন্যান্য সবাইকে নিচে নিরাপদ স্থানে অবস্থান করতে দেখেন।
যাত্রাবাড়ীর বাসিন্দা অনিক মৃধা বলেন, ভূমিকম্পের জন্য আতঙ্কিত হয়ে এ এলাকার অধিকাংশ বাসিন্দা ভবন ছেড়ে রাস্তায় নেমে এসে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে।
এদিকে পাকিস্তানেও ভূমিকম্প আঘাত হেনেছে। সংবাদমাধ্যম এনডিটিভি জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী জানিয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) ভোরে দেশটিতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৩৫ কিলোমিটার গভীরে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: