ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার আটকে দিলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ১৫:১১ পিএম

রাজধানীর ধানমন্ডি ৩২-এর দিকে যাওয়া দুইটি বুলডোজার আটকে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল ও বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দেন তারা। এ সময় ছাত্র-জনতা শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে ৩২ নম্বরের সামনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে। পরে ছাত্র-জনতার সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

বুলডোজার মিছিলে শিক্ষার্থীরা দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে, ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। ইন্টেরিম তুই কই যাবি, হাসিনারে ফাঁসি দিবি- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। এ মামলার রায় দেবেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর