আ.লীগ বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ১৬:১১ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের সমর্থকরা কোনো ধরনের বিক্ষোভ-বিশৃঙ্খলার চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ হবে। সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্ট তিনি এ কথা লেখেন।

পোস্টে শফিকুল আলম লেখেন, গণহত্যাকারী নেত্রী ও তার দল আওয়ামী লীগ হয়তো ভাবছে, এটি আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা মনে করছেন, দুপুরবেলা ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।

জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা না করার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, মনে রাখবেন, এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়। এটি জুলাই, চিরদিনের জুলাই।

এদিকে, আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে পুলিশ সদরদপ্তর থেকে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ থেকে রাজধানীসহ সারাদেশে বাড়ানো হচ্ছে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা।

এর আগে, রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই। সেনা সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর