আরও ১৪ জেলায় নতুন ডিসি

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫ ২২:১১ পিএম

দ্বিতীয় ধাপে দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন ডিসি নিয়োগ দেয়া জেলাগুলো হলো- গোপালগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, মেহেরপুর, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ ও চাঁদপুর।

এর আগে শনিবার (৮ নভেম্বর) ঢাকাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। ওই ১৫ জেলা হলো- ঢাকা, গাজীপুর, নোয়াখালী, হবিগঞ্জ, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা।

দ্বিতীয় ধাপে ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর