যারা দেশে আছেন তারা যেন কেউ পালাতে না পারেন: দুদক চেয়ারম্যান
 
                                                                                            দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুদক বিগত সরকারের দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে। কিছু মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে এবং কিছু মামলা তদন্তাধীন রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রীসহ যারা পার্শ্ববর্তী দেশে চলে গেছে তারা সীমান্ত পার হয়ে চলে গেছে। আর যারা দেশে আছেন তারা যেন কেউ পালাতে না পারেন।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ডিসি সাহিত্য মঞ্চে গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার ড. ইউনূস একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করছেন। বিগত সরকারে যারা ছিলেন তারা দুর্নীতি করেছেন। এবার যারা নির্বাচন করবেন তারা যেন এগুলো না করেন। তাহলে কল্যাণমূলক সরকার গঠন করতে পারবো।
গণশুনানিতে ৭৫টি অভিযোগের শুনানি করেছে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। জেলার ২৬টি দপ্তরের অভিযোগ পড়ে দুদকের কাছে। শুনানি শেষে ৩৩টির সমাধান তাৎক্ষণিক করা হয়, ৭টি খারিজ করা হয় এবং ৩৫টি জেলা প্রশাসন দেখবে বলে জানানো হয়।
গণশুনাণিতে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় দুদকের মহাপরিচালক আকতার হোসেন, খুলনা বিভাগীয় দুদকের পরিচালক জালাল উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বক্তৃতা করেন।
গণশুনাণিতে চুয়াডাঙ্গার সব সরকারি, আধা-সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক কর্মকর্তারা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 
                                                
 
                         
                                             
                                                                                                                                                 
                 
                 
                 
                 
                 
                 
                                     
                                     
                                     
                                     
                                    
আপনার মূল্যবান মতামত দিন: