সব শঙ্কা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ ডাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৯ এএম

ফাইল ছবি

সব শঙ্কা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এবারের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও ন্যায্য দাবি পূরণে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে সৃষ্ট নানান বিতর্কের অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে।

নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। টিএসসির মেট্রোরেল স্টেশনও বন্ধ থাকবে সারাদিন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে—ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর ও নীলক্ষেত এলাকা সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ঢুকতে পারবেন। এছাড়া নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কার্ডপ্রাপ্ত সাংবাদিকরাও প্রবেশ করতে পারবেন।

ভোটার ও প্রার্থীর সংখ্যা-

ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫- এ মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৯ জন। তাদের মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন নারী ভোটার। যা মোট ভোটারের ৪৮ শতাংশ। ডাকসুর ২৮টি পদে মোট প্রার্থী আছেন ৪৭১ জন। তাদের মধ্যে নারী প্রার্থী ৬২ জন, যা মোট প্রার্থীর মাত্র ১৩ শতাংশ। এবার ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মোট প্রার্থী ৪৫ জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে ৫ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী ১৯ জন, সেখানে ১ জন নারী প্রার্থী রয়েছেন।

ভোটকেন্দ্র ৮টি

এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮টি। কেন্দ্রগুলো হলো:

১. কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল): ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল।

২. শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল।

৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।

৫. সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং কক্ষ): স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল।

৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দীন হল, শেখ মুজিবুর রহমান হল।

৭. ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: সেখানে ভোট প্রদান করবেন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।

৮. ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ কেন্দ্র: এই কেন্দ্রে ভোট দেবেন শামসুন নাহার হলের শিক্ষার্থীরা।

কোন কেন্দ্রে কত ভোট

কার্জন হল কেন্দ্র: ৫০৭৭ ভোট, শারীরিক শিক্ষা কেন্দ্র: ৪৮৫৩ ভোট, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): ৫৬৬৫ ভোট, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: ৪৭৫৫ ভোট, সিনেট ভবন কেন্দ্র: ৪৮৩০ ভোট, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ: ৬১৫৫ ভোট, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: ৪৪৪৩ ভোট,  ইউনিভার্সিটি ল্যাব স্কুল অ্যান্ড কলেজ: ৪০৯৬ ভোট।

এবারের নির্বাচনে ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা ইতিমধ্যেই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানো হবে, যা ডাকসু নির্বাচনের ইতিহাসে এক নতুন সংযোজন। ফলে এবারের নির্বাচনে এবং ভোট গণনায় কোনও ধরনের কারচুপি হবে না বলে আশা করছে শিক্ষার্থীরা।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর