চিকিৎসায় বৈষম্য ৫ ঘণ্টা সড়কে জুলাই বিপ্লবে আহতরা
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৭:০৬ এএম

জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের চিকিৎসায় বৈষম্যের অভিযোগে আহত ও তাদের স্বজনরা রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে। চিকিৎসায় বৈষম্য দূরসহ কয়েকটি দাবি জানিয়ে পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা সড়ক ছাড়েন। সোমবার দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে এ অবস্থান নেন তারা।
জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের চিকিৎসায় বৈষম্যের অভিযোগে আহত ও তাদের স্বজনরা রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে। চিকিৎসায় বৈষম্য দূরসহ কয়েকটি দাবি জানিয়ে পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা সড়ক ছাড়েন। সোমবার দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে এ অবস্থান নেন তারা।
আন্দোলনকারীদের দাবি জুলাই-আগস্ট ঘটনায় আহতদের ‘এ’ এবং ‘বি’ এ দুই ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। আহত এবং গুরুতর আহত। কিন্তু সরকার ‘এ’, ‘বি’, ‘সি’ এই তিন ক্যাটাগরি করে আহতদের চিকিৎসা দিচ্ছে। চিকিৎসায় বৈষম্য হচ্ছে উল্লেখ করে তারা জানান, ‘সি’ ক্যাটাগরিতে ‘এ’ এবং ‘বি’র মতো সুবিধা রাখা হয়নি। এটি বন্ধ করতে হবে।
এ ছাড়াও তৃণমূল পর্যায়ে আহতদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে এবং সুরক্ষায় আইন করতে হবে। তাদের সরকারি ভাতার আওতায় আনার দাবিও জানান।
এদিকে দুপুর ২টার দিকে পিজি হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন। পরে বিকাল ৫টার দিকে শাহবাগ চৌরাস্তায় মাঝামাঝি অবস্থান নিলে ব্যস্ততম এ স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এ কারণে মৎস্য ভবন থেকে শাহবাগ হয়ে ফার্মগেট এবং কাঁটাবনমুখী যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। একইভাবে কাঁটাবন থেকে মৎস্য ভবনমুখী যানবাহন চলাচলও বন্ধ থাকে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর আমার দেশকে দুপুরে জানান, দুপুরে ২০-৩০ জন লোক শাহবাগ মোড়ে রাস্তার মাঝখানে বসে পড়ে এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা সড়ক ছেড়ে চলে যায়।
আপনার মূল্যবান মতামত দিন: